ফেসবুক সাইটের নীতিমালা ফাঁকি দিয়ে অনলাইন মার্কেটপ্লেসে পুরানো বন্দুক এবং অন্যান্য অস্ত্র বিক্রি করছে মার্কিন গ্রাহকরা। সামাজিক মাধ্যমটির মার্কেটপ্লেসের নীতিমালায় স্পষ্টভাবে বলা আছে, ‘অস্ত্র, গুলি বা বিস্ফোরক বিক্রি বা ব্যবহার নিষিদ্ধ।’ খবর বিডিনিউজের।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, মার্কিন গ্রাহকরা মার্কেটপ্লেসে দামী বন্দুকের কেস বা বাক্স বলে অস্ত্র বেচাকেনা করছে। যখন কোনো সম্ভাব্য ক্রেতা ওই কেসের ওপর আগ্রহ দেখায় তখন তাদেরকে ফেসবুক মেসেঞ্জারে বিক্রেতার সঙ্গে গোপনে যোগাযোগ করতে বলা হয়। আর মেসেঞ্জারেই বন্দুকের বিস্তারিত তথ্য দেওয়া হয়। ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানে দেখা গেছে নর্থ ক্যারোলাইনায় একটি বন্দুকের কেসের দাম দেওয়া হয়েছে ৯৫০ মার্কিন ডলার। সাধারণত দোকানে এই কেসের দাম ৩০ ডলার। বিক্রেতাকে মেসেঞ্জারে বার্তা দেওয়া হলে জানা গেছে তিনি আসলে এআর-১৫ মডেলের একটি সেমিঅটোমেটিক রাইফেল বিক্রি করছেন। সামপ্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বড় গোলাগুলির ঘটনায় এই বন্দুক ব্যবহার করা হয়েছে। বিক্রেতা ৬৭০ রাউন্ড গুলিসহ বন্দুকের ছবি শেয়ার করেছেন। বন্দুকটি কিনতে দুই ঘন্টার মধ্যে ৩০ জনের বেশি গ্রাহক আগ্রহ দেখিয়েছেন বলেও জানিয়েছেন ওই বিক্রেতা।
ব্রিটিশ ট্যাবলয়েড মিররের অনুসন্ধানেও বেশ কয়েকটি বন্দুকের বিজ্ঞাপন উঠে এসেছে।