দেশের বাজারে প্রথমবারের মতো সর্বশেষ প্রযুক্তির অটো পপআপ ক্যামেরার ফোন ওয়াই ৯ প্রাইম ২০১৯ আনল চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। হাই-পারফরমেন্সের চিপসেট, ইএমইউআই ৯.০ অপারেটিং সিস্টেম, ট্রিপল এআই ক্যামেরা ফিচার, দীর্ঘস্থায়ী ব্যাটারির ফোনটি গত শুক্রবার থেকে বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি।
একনজরে কি কি আছে হুয়াওয়ের নতুন পপ আপ ফোনে
অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম-সহ থাহছে ৬ দশমিক ৫৯ ইঞ্চির আল্ট্রা ফুলভিউ ডিসপ্লের যার রেজুলেশন ১০৮০×২৩৪০ পিক্সেল যেখানে কোন নচ বা হোল থাকবে না। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
সেলফি তোলার জন্য ফোনটির সামনে আছে ১৬ মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরা। পপআপ সেলফি ক্যামেরাটি ১৫ কিলোগ্রাম পর্যন্ত বাহ্যিক চাপ সহ্য করতে পারবে। এক লাখবারের চেয়ে বেশি ওঠানামা করবে পপআপ ক্যামেরা।
ছবি তোলার জন্য ওয়াই ৯ প্রাইম ২০১৯ ফোনের পিছনে থাকছে ৩টি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি ১৬ মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি ২মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা।
ফোনের ভিতরে থাকবে হুয়াওয়ে হাইসিলিকন কিরিন ৭১০এফ প্রসেসরের সাথে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটি মিলছে আকর্ষণীয় তিনটি কালারে। স্যাফায়ার ব্লু, এ্যামেরালড গ্রীন ও মিডনাইট ব্ল্যাক কালারের ফোনটির ডিজাইন করা হয়েছে নির্ভুলভাবে।
ব্যাটারির শক্তি ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালি ব্যাটারি। দেশের বাজারে ফোনটির দাম ২৩ হাজার ৯৯৯ টাকা।