এখন থেকে আর কাউকে গরম বা শীতে কষ্ট করতে হবে না। কেননা প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান সনি শীত বা গরমে নিজেকে উপযোগী রাখতে বাজারে নিয়ে এসেছে এয়ার কন্ডিশন টি-শার্ট।
জানা গেছে, সনির এই টি-শার্টে এমন এক সেই ডিভাইস ব্যবহার করা হয়েছে, যা টি-শার্টের মধ্যে বসিয়ে যে কেউ চাইলেই বাইরের অসহ্য গরম থেকে যেমন নিজেকে রক্ষা করতে পারবেন, ঠিক তেমনিই আবার শীতের সময়ও নিজেকে গরম রাখতে পারবেন।
সনির নতুন এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে ‘রেওন পকেট’। ব্লু-টুথচালিত এই যন্ত্রটির আকৃতি ছোট মানিব্যাগের মতো। যন্ত্রটি টি-শার্টের ঘাড়ের কাছে স্থাপন করা থাকবে। ডিভাইসটি প্রস্তুত করা হয়েছে বিশেষ সিলিকন উপাদান দিয়ে। তবে সব পোশাকে ব্যবহার করা যাবে না এটি। তাই সিলিকনের তৈরি বিশেষ টি-শার্টেই এই ‘রেওন পকেট’ লাগানো যাবে।
যন্ত্রটি একটি অ্যাপের মাধ্যমে চলবে। গরমের দিনে শরীরের তাপমাত্রা প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে পারবে। আর শীতের দিনে তা ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়াতে পারবে।
যারা শীত ও গরমে কাজের জন্য নিজেদের উপযোগী রাখতে চান তাদের লক্ষ্য করেই ডিভাইসটি প্রস্তুত করা হয়েছে বলে সনি দাবি করছে।
ডিভাইসটিকে মাত্র দুই ঘণ্টা চার্জ দিলে ৯০ মিনিট পর্যন্ত নির্বিঘ্নে চলবে। তবে রিওন পকেট ডিভাইসটি শুধু জাপানে পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে ডিভাইসটির দাম ধরা হয়েছে ১২০ মার্কিন ডলার বা প্রায় দশ হাজার টাকা।