৬৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন রিয়েলমি এক্সটি আনছে রিয়েলমি। চীনা ওয়েবু সাইটে নতুন এ ফোনটির তথ্য প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণনকারী কর্মকর্তা শুকি চেজ। ফোনটির পেছনে চার ক্যামেরা সেটআপ থাকবে। এর মধ্যে পেছনের ক্যামেরায় উচ্চ রেজুলেশনের সেন্সর ব্যবহৃত হবে। এর বাইরে আলট্রা ওয়াই অ্যাঙ্গেল লেন্স, মাইক্রো লেন্স ও ডেপথ সেন্সর যুক্ত থাকবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়, চীনা স্মার্টফোন নির্মাতা শাওমিকে টক্কর দিতে চেষ্টা করছে রিয়েলমি। ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা ফোন কে আগে আনবে তা নিয়ে প্রতিযোগিতা চলছে। ২৯ আগস্ট শাওমি রেডমি নোট ৮ ঘোষণা দেবে। ওই স্মার্টফোনটিতে একই উচ্চ রেজুলেশনের সেন্সর ব্যবহৃত হবে। কবে নাগাদ শাওমি বা রিয়েলমির এসব ফোন বাজারে বিক্রি শুরু হবে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, তিন ধরনের র্যাম ও স্টোরেজ সংস্করণে রিয়েলমি এক্সটি পাওয়া যাবে। তবে এর দাম এখনো ঘোষণা করা হয়নি। ফোনটি দেখতে রিয়েলমি ৫ প্রোর মতো হতে পারে। এতে ওয়াটারড্রপ নচ থাকবে। এতে ডিসপ্লের ভেতর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ৬ দশমিক ৪ ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্যানেলযুক্ত ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১২ প্রসেসর, ভিওসিসি ৩.০ ফার্স্ট চার্জার ও চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে।