সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ‘ফেসবুক’। এটি ব্যবহারে কোনো আর্থিক সাহায্যেরও প্রয়োজন হয় না। অর্থাৎ বিনা টাকাতেই চালানো যায় ফেসবুক। এই বিনা পয়সা বা ‘ফ্রি’ এর কথা অবশ্য ফেসবুক কর্তৃপক্ষেরই বলা।
ফেসবুক হোমপেজের স্লোগানই ছিল এই সম্পর্কিত। অর্থাৎ বিনা পয়সায় ফেসবুক ব্যবহারের বিষয়টি এতদিন ব্যাপকভাবে প্রচার করে আসছিলেন তারা। তবে চলতি মাসের শুরুতে নিজেদের স্লোগানে বদল এনেছে ফেসবুক কর্তৃপক্ষ।
ইউএসএ টুডেতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রায় এক দশক ধরে ফেসবুকের সাইন আপের পাতায় তাদের স্লোগান হিসেবে ছিল ‘ইটস ফ্রি অ্যান্ড অলওয়েজ উইল বি’। যার অর্থ দাঁড়ায়, ফেসবুক বিনামূল্যে ব্যবহার্য এবং এটি এমনই থাকবে।
কিন্তু গত মঙ্গলবার (২৭ আগস্ট) বিজনেস ইনসাইডারে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, এ মাসের ৭ তারিখ থেকে ফেসবুক তাদের ট্যাগলাইন বদলে ফেলেছে। বর্তমানে ফেসবুকের সাইন আপের পাতায় গেলে দেখা যায় ‘ইটস কুইক অ্যান্ড ইজি’। যার অর্থ দাঁড়ায় দ্রুত ও সহজ।
ট্যাগলাইনের এই পরিবর্তনের মাধ্যমে ২০০৮ সালের পর এই প্রথম ফেসবুক জানান দিল যে এটি আর বিনা পয়সার কোনো মাধ্যম নয়। তবে ঠিক কী কারণে এ পরিবর্তন তার সুনির্দিষ্ট ব্যাখ্যা এখনো ফেসবুক কর্তৃপক্ষ জানায়নি।