শিগগিরই আসছে মটোরোলার নতুন সিরিজ মটো জি-এইট। এই সিরিজে বেশ কয়েকটি নতুন মডেলের ফোন থাকছে, যেগুলোতে দীর্ঘস্থায়ী ব্যাটারি ও মিডিয়াটেকের চিপসেট থাকতে পারে।
এক্সডিএ ডেভেলপার’স থেকে ফাঁস হওয়া তথ্যে জানা যায়, কিছুদিন আগেই মটো জি-সেভেন সিরিজ বাজারে ছেড়েছিল মটোরোলা। এর ধারাবাহিকতায় এবার আসছে মটো জি-এইট সিরিজ। এই সিরিজের একটি ফোন মটো জি-এইট প্লে, যার স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এটিতে রয়েছে মিডিয়াটেক চিপসেট, এইচডি প্লাস ডিসপ্লে ও চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
জানা যায়, এই সিরিজে মটো জি-এইট, মটো জি-এইট প্লাস, মটো জি-এইট পাওয়ার ও মটো জি এইট প্লে-এই চারটি স্মার্টফোন বাজারে ছাড়তে পারে।
মটো জিএইট প্লে-এই ফোনে থাকবে এইচডি প্লাস ডিসপ্লে। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও পি৬০ বা হেলিও পি৭০ চিপসেট। সঙ্গে থাকতে পারে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। ফোনের পেছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এনএফসি সাপোর্ট। লাতিন আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে এই ফোন ছাড়া হবে বলে জানা গেছে।