এইচএমডি গ্লোবাল ভারতীয় নকিয়া ফোন ব্যবহারকারীদের আরো একবার সুখবর দিলো। প্রথম থেকেই কোম্পানি জানিয়েছিল ব্যবহারকারীরা যাতে নকিয়া ফোন ব্যবহার করে ভালো অভিজ্ঞতা পায়, সেইজন্য নতুন ফোনের সাথে পুরানো ফোনগুলোর জন্য ও গুগলের নতুন আপডেট দেওয়া হবে। কথা মতোই কোম্পানি নকিয়া৫.১ এবং নকিয়া ৩.১ প্লাস এর জন্য নতুন আপডেট এনে হাজির হলো। এই দুটি ফোন অ্যান্ড্রয়েড 9 পাই আপডেটের সাথে আগস্ট মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট প্যাচ পাবে।
আগেই বলেছি এই আপডেট কেবল নকিয়া ৫.১ এবং নকিয়া ৩.১ প্লাস ভারতীয় ব্যবহারকারীদের জন্য দেওয়া হচ্ছে। নকিয়া ৫.১ এর নতুন এই আপডেটের ফাইল সাইজ হবে ৪৬৬.৯ এমবি এবং ৩.২ প্লাস এর আপডেট সাইজ হবে ১১৪.৪ এমবি । আপনারা ফোনের সেটিং থেকে এই আপডেট ডাউনলোড করতে পারবেন।
নকিয়া ৯ পিওরভিউ ফোনে আসবে সবার আগে অ্যান্ড্রয়েড ১০ আপডেট
যেসমস্ত ফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট দেওয়া হবে তাদের মধ্যে সবার আগে থাকবে নকিয়া ৯ পিওরভিউ। জানা গেছে একমাত্র এই ফোনেই ২০১৯ সালের চতুর্থ কোয়ার্টারে আপডেট আসবে। প্রসঙ্গত এইচএমডি গ্লোবাল এবছরই পাঁচটি রিয়ার ক্যামেরার সাথে নকিয়া ৯ পিওরভিউ লঞ্চ করেছিল। এই ফোনের পর আপডেট পাবে নকিয়া ৭.১ এবং ৮.১ ফোন দুটি।
আর কোন কোন নকিয়া ফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট দেওয়া হবে :
নকিয়া ৭.১, ৮.১1 এবং ৯ PureView বাদে ২০২০ সালের প্রথম কোয়ার্টারে নকিয়া৬.১,নকিয়া ৬.১ প্লাস এবং নকিয়া ৭ প্লাস ফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট দেওয়া হবে। এরপরেই নকিয়া ২.২, নকিয়া ৩.১প্লাস, নকিয়া ৩.২ এবং নকিয়া ৪.২ ফোনে আপডেট পাওয়া যাবে। আবার ২০২০ সালের দ্বিতীয় কোয়ার্টারে নকিয়া ১প্লাস, নকিয়া ৫.১ প্লাস এবং নকিয়া ৮ ফোনে আপডেট মিলবে।