মানুষ দীর্ঘ দিন বাঁচতে চায়। মৃত্যুকে ঠেকানো সম্ভব না হলেও বেঁচে থাকার বাসনা কারও কম নয়। এক বিজ্ঞানী বিষয়টি নিয়ে নানা গবেষণা করে যাচ্ছেন।
হার্ভার্ড মেডিক্যাল স্কুলের সম্প্রতি এমন এক গবেষণা করছে যা সফল হলে, তাহলে সেই স্বপ্ন খুব শিগগিরই বাস্তবে রূপ নিতে পারে।
গবেষকরা দাবি করছেন, এই বার্ধক্য প্রতিরোধী গবেষণা সফল হলে মানুষ দেড়শো বছর পর্যন্ত বাঁচতে পারে। শরীরের বুড়িয়ে যাওয়া অঙ্গ-প্রত্যঙ্গের সেল বা কোষ ব্যবহার করে একেবারে নতুন অঙ্গ-প্রত্যঙ্গও তৈরি করা যাবে।
আগামী ২০২০ সালের মধ্যেই হয়তো এই চিকিৎসা মানুষের ওপর প্রয়োগ করা যাবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।