সম্প্রতি স্মার্টফোনের জন্য ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর বাজারে এনেছে স্যামসাং । এই সেন্সর ব্যবহার করে চারটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে শাওমি। কোম্পানির মধ্যে ‘tucana’, ‘draco’, ‘umi’ আর ‘cmi’ নামে ডাকা হচ্ছে এই ফোনগুলিকে। নতুন এই চারটি ফোনে স্যামসাং ১০৮ এমপি আইসোকেল ব্রাইট এইচএমএক্স সেন্সর থাকবে। শাওমির সাথে হাত মিলিয়ে নতুন এই ক্যামেরা সেন্সর তৈরী করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই সেন্সররে চারটি পিক্সেল একসাথে কাজ মরবে। ফলে ২৭ মেগাপিক্সেল ছবি তোলা যাবে।
এক্সডিএ ডেভেলপার ওয়েবসাইটে প্রথম এই খবর সামনে এসেছে। এমআইইউ এর এমআই গ্যালারী অ্যাপ কোড থেকে নতুন এই চার ফোন সম্পর্কে জানা গিয়েছে। এই ফোনগুলি এমআই আর রেডমি ব্র্যান্ডের অধীনে লঞ্চ করবে শাওমি।
তবে ১০৮ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হলেও এই সেন্সরের সব স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেল ছবি তোলা যাবে না। তবে এই বিশাল পিক্সেল কাউন্টের কারনে এই সেন্সরে তোলা ছবি খুব সহজেই ডিজিটাল জুম করা যাবে। ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হওয়ার কারনে ডিজিটাল জুম করলে ছবির গুনগত মানে খুব বেশি ক্ষতি হবে না।