চীনের সোশ্যাল মিডিয়া উইবোতে হুয়াওয়ে তাদের নতুন মিড রেঞ্জ স্মার্টফোন ‘এনজয়-১০ প্লাস’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। হুয়াওয়ে বলছে, মিড রেঞ্জের ফোন হলেও এতে কোয়ালিটি প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে। এছাড়া এমন কিছু ফিচার রয়েছে যা অনেক হাই রেঞ্জের ফোনেও থাকে না।
সেপ্টেম্বরে ৫ তারিখ স্মার্টফোনের বাজারে এনজয়-১০ প্লাস ছাড়া হবে। গ্রাহকদের জন্য অভিনব ফিচারের শক্তিশালী মিড রেঞ্জের ফোন দিতে এনজয় সিরিজের ফোন ছাড়বে।
হুয়াওয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি-৩০ প্রো’র শক্তিশালী ক্যামেরা গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করেছে ঠিকই তবে দামের জন্য কিছুটা ভাটা পড়েছে। তাই এবার গ্লসি প্রিমিয়াম ফিনিশিং এবং ট্রেন্ডি স্টাইলিশ পপআপ সেলফি ক্যামেরার মিড রেঞ্জের ফোন বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি।
নতুন ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপে থাকবে। সেলফি তোলার জন্য থাকছে পপ আপ ট্রেন্ডি ক্যামেরা। এনজয়-১০ প্লাস ফোনটি বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এরমধ্যে ডার্ক গ্রিন, অরেঞ্জিস রেড এবং সিম্পল ব্ল্যাক। তবে এর বাজারমূল্য কত হবে তা জানায়নি হুয়াওয়ে।