ফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট পৌঁছাতে শুরু করেছে গুগল। পিক্সেল ৩, পিক্সেল৩ এক্সএল, পিক্সেল৩এ, পিক্সেল৩এ এক্সএল, পিক্সেল ২, পিক্সেল ২ এক্সএল, পিক্সেল আর পিক্সেল এক্সএল ফোনে ইতিমধ্যেই লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেট পৌঁছে যাবে।
ওটিএ আপডেট ডাউনলোড করে পিক্সেল প্রাগলরা নিজে ফোনে অ্যান্ড্রয়েড ১০ ইনস্টল করে নিতে পারবেন। মার্জ মাসে প্রথম নতুন অ্যান্ড্রয়েড এর বিটা ভার্সান সামনে এসেছিল। তখন এই ভার্সানের নাম ছিল অ্যান্ড্রয়েড কিউ। পরে নাম বদলে অ্যান্ড্রয়েড ১০ করেছে গুগল। এতদিন সনব অ্যান্ড্রয়েড ভার্সানের নাম বিভিন্ন মিষ্টির নামে রাখা হতো। দশম বর্ষপূর্তি থেকে সংখ্যায় নাম রেখে হল অ্যান্ড্রয়েড ১০ ।
কীভাবে নিজের ফোনে অ্যান্ড্রয়েড ১০ ইন্সটল করবেন?
আপাতত শুধুমাত্র পিক্সেল স্মার্টফোন গ্রাহকরা নিজের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১০ ইনস্টল করতে পারবেন। Settings > System > System updates থেকে এই আপডেট ডাউনলোড করা যাবে। তবে পিক্সেল ফোন থেকে OTA আপডেট দেখতে না পেলে অ্যান্ড্রয়েড ১০ OTA আপডেট আলাদা করে ডাউনলোড করে নেওয়ার জন্য আলাদা লিঙ্ক দিয়েছে গুগল। এই লিঙ্কে ক্লিক করে OTA ফাইল ডাউনলোড করে পিক্সেল ফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট ডাউনলোড করে নেওয়া যাবে। অ্যান্ড্রয়েড ১০ আপইডেটে পিক্সেল ফোনে ডেটা ডিলিট হবে না বলে জানিয়েছে Google। যদিও যে কোন অ্যান্ড্রয়েড আপোডেটের আগে ফোনের ডেটা ব্যাক আপ নিয়ে নেওয়া উচিত।
এছাড়াও নিজের ফোনে অ্যান্ড্রয়েড ১০ রম ফ্ল্যাশ করতে চাইলে পিক্সেল গ্রাহকরা এই লিঙ্ক থেকে অ্যান্ড্রয়েড ১০ ফ্যাকট্রি ইমেজ ডাউনলোড করে নিতে পারবেন। যদিও এই পদ্ধতিতে ফোনের সব ডেটা ডিলিট হয়ে যাবে। তাই রম ফ্ল্যাশ করার আগে সব ডেটা ব্যাক আপ নিয়ে নিতে ভুলবেন না। পিক্সেল ৩, পিক্সেল৩ এক্সএল, পিক্সেল৩এ, পিক্সেল৩এ এক্সএল, পিক্সেল ২, পিক্সেল ২ এক্সএল, পিক্সেল আর Pixel XL ফোনে এই রম ফ্ল্যাশ করা যাবে। ইতিমধ্যেই AOSP পেজে অ্যান্ড্রয়েড ১০ ওপেন সোর্স কোড পৌঁছে গিয়েছে। তাই শিঘ্রই অন্যান্য রম সামনে আসতে শুরু করবে।
তবে apatot পিক্সেল ফোনে অ্যান্ড্রয়েড ১০ পৌঁছালেও অন্যান্য ফোনে ধীরে ধীরে এই আপডেট পৌঁছাতে শুরু করবে। তবে Pixel ছাড়া অন্য যে কোন ফোনে কবে অ্যান্ড্রয়েড ১০ পৌঁছাবে সেই বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানি সঠিক তথ্য দিতে পারবে। গত কয়েক বছর ধরেই যে কোন নতুন অ্যান্ড্রয়েড ভার্সান শুরুতে Pixel ফোনে পৌঁছায়। পরে ধীরে ধিরে অন্যান্য কোমাপ্নির ফোনে পৌঁছাতে শুরু করে আপডেট। অ্যান্ড্রয়েড ১০ এর ক্ষেত্রেও সেই নিয়মের ব্যাতিক্রম হচ্ছে না।
শিঘ্রই ওয়ানপ্লাস ফোনে অ্যান্ড্রয়েড ১০ ব্যবহার করে অক্সিজেন ওএস বিটা আপডেট পৌঁছে যাবে।
বুধবার ট্যুইটারে ওয়ানপ্লাস জানিয়েছেন পিক্সেল ফোনে অ্যান্ড্রয়েড ১০ পৌঁছাতে শুরু করলেই ওয়ান প্লাস ফোনে অ্যান্ড্রয়েড ১০ ব্যবহার করে অক্সিজেন ওএস ওপেন বিটা প্রোগ্রাম শুরু করবে।