বুধবার অ্যান্ড্রয়েড ১০ আপডেট পাঠাতে শুরু করেছে গুগল । প্রথম দিনেই রেডমি কে ২০ প্রো ফোনে অ্যান্ড্রয়েড ১০ আপোডেট পৌঁছে গেল। আপাতত চিনে রেডমি কে ২০ প্রো ফোনে এই আপডেট পৌঁছেছে। আপডেটের পরে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে এই ফোনে এমআই ইউআই ১০ স্কিন চলবে। তবে বিটা ভার্সান নয়, একেবারে স্টেবেল ভার্সানে এই আপডেট পাঠাতে শুরু করেছে শাওমি।
আপাতত চিনে রেডমি কে ২০ প্রো ফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট পৌঁছালেও ভারতে কবে এই আপডেট পৌঁছাবে জানা যায়নি।
চিনে এক সোশ্যাল মিডিয়া পোস্টে শাওমি প্রধান লেই জুন জানিয়েছেন রেডমি কে ২০ প্রো ফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট পৌঁছাতে শুরু করেছে। শাওমি জানিয়েছে যে সব Redmi K20 Pro গ্রাহকরা বিটা প্রোগ্রামে অংশ নিয়েছিলেন শুরুতে সেই গ্রাহকের ফোনে এই স্টেবেল আপডেট পৌঁছাবে।
ইতিমধ্যেই ভারতে রেডমি কে ২০ প্রো সিরিজ স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১০ বিটা প্রোগ্রাম শুরু হলেও এখনও স্টেবেল আপডেট সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। যদিও শাওমি জানিয়েছে ২০১৯ সালের মধ্যে সব রেডমি কে ২০ প্রো সিরিজ ফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট পৌঁছে যাবে।