কাজ করছে না বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট ইয়াহু। ইন্টারনেটের গতি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানিয়েছে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে বারটা নাগাদ এই সমস্যা শুরু হয়ে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা এতে আক্রান্ত হয়েছে।
হঠাৎ কেনো সমস্যা সৃষ্টি হয়েছে তা এখনো জানা যায়নি। ৬১ শতাংশ অভিযোগকারী বলেছেন, ওয়েবসাইটেই সমস্যা রয়েছে আর ৩৮ শতাংশ জানিয়েছে তারা লগ ইন করতে চেষ্টা করছে।
সমস্যা শুরুর পর ইয়াহু কাস্টমার কেয়ার সার্ভিসের এক টুইট বার্তায় বলা হয়েছে, ইমেইলসহ আমাদের কিছু কিছু সেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো এই সমস্যার সমাধান করা। আপনাদের ধৈর্য শক্তির প্রশংসা করছি।
এক সময় বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান হয়ে উঠেছিল ইয়াহু। তবে গুগল ও ফেসবুক আসার পর তীব্র প্রতিযোগিতার মুখে পড়ে তারা। বর্তমানে এর মালিক প্রতিষ্ঠান ভেরিজন মিডিয়া। ব্যবহার কমে গেলেও বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এখনও ইয়াহু মেইল সেবা ব্যবহার করে থাকেন। ইয়াহু মেইল-এ এখনও প্রায় ২০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছেন।