এ মাসেই অ্যাপল নতুন তিনটি হ্যান্ডসেট বাজারে আনছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। ১০ তারিখ জমকালো আয়োজনের মাধ্যমে এই হ্যান্ডসেটগুলো বাজারে উন্মুক্ত করবে প্রতিষ্ঠানটি।
নতুন বাজারে আসতে যাওয়া আইফোনের নতুন তিনটি মডেল হলো, আইফোন এগারো, আইফোন এগারো প্রো এবং আইফোন এগারো আর। তবে এরমধ্যে আইফোন এগারো আর’ই সবচেয়ে সস্তার বলে জানা গেছে।
তবে ফাঁস হওয়া এক তথ্যানুযায়ী, অ্যাপল সস্তায় কিছু আইফোন বাজারে ছাড়তে যাচ্ছে। ২০২০ সালের শুরুর দিকে আইফোন এসই সাকসেসর মডেলের ওই হ্যান্ডসেট বাজারে ছাড়া হবে। এর আগে ২০১৬ সালে সম্তায় কিছু হ্যান্ডসেট বাজারে ছেড়েছিল অ্যাপল।