ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার এখন স্মার্টফোনের অতিপরিচিত একটি ফিচার হয়ে উঠেছে। আইফোন ৫ এস মডেলের সঙ্গে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার এনে তা জনপ্রিয় করে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। নতুন খবর হচ্ছে, আইফোনে থাকবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। খবর ব্লুমবার্গ।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি স্যামসাং, ওয়ানপ্লাস ও হুয়াওয়ে অ্যান্ড্রয়েড ফোনের মতোই কাজ করবে। এর মাধ্যমে আইফোনে টাচ আইডি ফেরাতে পারে অ্যাপল। ফলে নিরাপত্তার জন্য ফেস আইডির সঙ্গেই কাজ করবে টাচ আইডি।
সামনের বছরের আইফোনেই পর্দার ভেতর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আনতে পারে অ্যাপল। গত অক্টোবরেই খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়োও নতুন আইফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করার কথা বলেছেন। তবে, তার ধারণা ২০২১ সালের আগে এটি বাজারে আসবে না।
বলা হচ্ছে, ইতোমধ্যেই সরবরাহকারী এবং নিজ প্রতিষ্ঠানের মধ্যে এই প্রযুক্তির পরীক্ষা শুরু করেছে অ্যাপল। তবে এখনো বড় পরিসরে এর উৎপাদন কাজ শুরু হয়নি।