সেপ্টেম্বরেই ফাইভ জি সুবিধা নিয়ে স্মার্টফোন আনছে চায়না মোবাইল ডিভাইস ব্র্যান্ড ভিভো। এই ফোনে নচ ডিসপ্লের বদলে থাকছে কার্ভড ডিসপ্লে।
এনডিটিভি জানায়, ভিভো নেক্স থ্রি এবং নেক্স ফাইভ জি ফোনে থাকছে ৬.৮৯ এফএইচডি প্লাস আমোলেড ডিসপ্লে। ৮ এবং ১২ জিবি দুই র্যামেই পাওয়া যাবে এই দুই ফোন। স্টোরেজ থাকবে ১২৮/২৫৬/৫১২ জিবি।
নেক্স থ্রি ফোনের ভিতরেই থাকবে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস চিপসেট। নেক্স থ্রি ফাইভ জিতে থাকবে স্ন্যাপ ড্রাগন এক্স ৫০।
এই দুই স্মার্টফোনের পিছনে তিনটি করে ক্যামেরা থাকবে। সেই ক্যামেরায় থাকবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকবে দুটি ১৩ মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।