স্যামসাং, সনি, এলজি কোম্পানির অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনগুলোতে সিকিউরিটিগত একটি সমস্যা লক্ষ্য করা গেছে, যার মাধ্যমে এই সমস্ত স্মার্টফোন ব্যবহারকারীদের ওপর হ্যাকাররা অ্যাডভান্সড এসএমএস ফিশিং অ্যাটাক করতে পারে।
গত বৃহস্পতিবার এই বিষয়টি নিয়ে আমাদের জানালেন সাইবার সিকিউরিটি ফার্ম চেকপয়েন্ট সফটওয়্যার টেকনোলজি লিমিটেডের থ্রেট ইন্টেলিজেন্স রিসার্চাররা।
রিসার্চাররা জানিয়েছেন স্যামসাং স্মার্টফোনের ওপর এই ধরনের ফিশিং অ্যাটাক সবচেয়ে বেশি করা যেতে পারে কারণ সেগুলি ওপেন মোবাইল অ্যালায়েন্স ক্লায়েন্ট প্রভিশনিং(OMA CP)-র মেসেজ অথেন্টিসিটি মেনে চলে না।
রিসার্চাররা বলেছেন মোবাইল কোম্পানিগুলির তাদের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলির এই সমস্যাকে সমাধান করার প্রচেষ্টা করা উচিত যত দ্রুত সম্ভব। শক্তিশালী অথেন্টিকেশন না থাকায় হ্যাকারদের এই ফোনগুলির উপর ফিশিং অ্যাটাক করা খুবই সুবিধাজনক।
চেক পয়েন্ট সফটওয়্যার টেকনোলজির একজন সাইবার রিসার্চার জানিয়েছেন যে যখনই কোন সাধারণ ব্যবহারকারীর কাছে একটি OMA CP মেসেজ আসে তখন তিনি বুঝতে পারেন না যে কোন সঠিক সোর্স থেকে মেসেজটি এসেছে নাকি জাল কোন সোর্স থেকে। সেই সময় ভুলবশত যদি তিনি ‘অ্যাকসেপ্ট’ বাটনে ক্লিক করে দেন তখনই হ্যাকারদের কাছে তার ফোনে ফিশিং অ্যাটাক করার সুযোগ চলে আসে।