তথ্যপ্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে ২০২০ সালের মধ্যে স্বাস্থ্য খাতের ৯০ শতাংশ সেবা ডিজিটাল করা হবে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এ জন্য সরকার একটি ডিজাইন ল্যাব স্থাপন করছে। এ ল্যাবে ডিজাইন করা প্ল্যাটফর্মের আওতায় স্বাস্থ্য খাতের ৩৪ সেবাকে ৪২ মডিউলে ভাগ করা হবে। এগুলোকে তিন পর্যায়ে ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে পরিপূর্ণভাবে ডিজিটাইজ করা হবে বলে তিনি জানান।
শনিবার (৭ আগষ্ট) প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সার্ভিস বাস্তবায়ন পরিকল্পনা সমন্বয়করণ ও ডিজাইন ল্যাবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং এটুআইয়ের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী।
অনুষ্ঠানে এটুআইয়ের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী বলেন, ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি এই ডিজিটাল সেবাগুলোর সঙ্গে স্বাস্থ্যবীমাকে যুক্ত করা হলে জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তির নিশ্চয়তা আরও একধাপ এগিয়ে যাবে।
ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাবে ১২টি গ্রুপের পর্যালোচনায় একটি ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মের বিষয় উঠে এসেছে।
ডিজিটাল সার্ভিস রোডম্যাপ-২০২১ কর্মশালায় উঠে আসা পরামর্শ দ্রুত বাস্তবায়নে এটুআইয়ের ডিজিটাল সার্ভিস অ্যাক্সিলারেটর টিমের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ৬ দিনব্যাপী ‘ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব’ আয়োজন করে।
ডিজাইন ল্যাব কর্মশালায় বিএসএমএমইউর ৩০ চিকিৎসক, ৩৮ কর্মকর্তা, ১২ সরকারি-বেসরকারি ডিজিটাল সার্ভিস এনালিস্ট, এটুআইয়ের ৬ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সেবাগ্রহীতারা অংশ নেন।