চায়না ভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান টার্টল ভেঞ্চার এর উদ্যোগে মহিলাদের জন্য আন্তর্জাতিক স্টার্টআপ প্রতিযোগিতা ‘শি লাভস টেক’ এর মূল পর্বে বাংলাদেশ থেকে চীনের বেইজিং প্রতিযোগিতা করবে স্টার্টআপ প্রতিষ্ঠান ‘ঢাকা কাস্ট’। মূল পর্বে অংশগ্রহণের জন্য চীন যাচ্ছে তারা। আগামী ১০ থেকে ১৪ সেপ্টেম্বর দেশটির বেইজিংয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
গত শনিবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ সংক্রান্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন।
তিনদিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নেয় নারী উদ্যোক্তাদের সাতটি দল। এর মধ্যে বিচারকরা শীর্ষ তিনটি দলকে নির্বাচিত করেন। দলগুলো হলো: ‘ঢাকা কাস্ট’, ‘উই রিচ’ ও ‘হ্যালো টাস্ক’। এর মধ্যে বিজয়ী হয় ‘ঢাকা কাস্ট’।
বিজয়ী দল ‘ঢাকা কাস্ট’—যাচ্ছে চীনের বেইজিং মূল পর্বে অংশগ্রহণের জন্য। আগামী ১০ থেকে ১৪ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
টার্টল ভেঞ্চার, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর বিজনেস অ্যান্ড ইঞ্জিয়ারিং এবং ইএমকে সেন্টারের উদ্যোগে আয়োজিত বেইজিং নির্ভর নারীদের জন্য আন্তর্জাতিক স্টার্টআপ ‘শি লাভস টেক’ শীর্ষক এ প্রতিযোগিতা আয়োজিত হয়। এ প্রতিযোগিতার মূল আসরে বিশ্বের ৪০টি দেশের প্রতিনিধি দল এতে অংশ নেবেন। বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় যাচ্ছে ‘ঢাকা কাস্ট’। ১০ থেকে ১৪ সেপ্টেম্বর চীনের বেইজিং এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর বিজনেস অ্যান্ড ইঞ্জিয়ারিং চেয়ারম্যান আরনিল আশরাফ ডিজিবাংলা’কে জানান, ‘শি লাভস টেক’ এর বাংলাদেশ থেকে ৩টি টিম নির্বাচিত করা হয়। প্রথম হয় ডাকা কাস্ট। তারাই যাচ্ছে চীনের বেইজিং মূল পর্বে অংশগ্রহণের জন্য। মূল অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যা যা করণীয় সব কিছূই তাদের করা হবে। বাকি ৬ টি টিমকে আইসিটি বিভাগের সহযোগিতায় ১ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ফান্ড দেয়া হবে।
শনিবার ( ৩১ আগস্ট) আইসিটি বিভাগে ‘শি লাভস টেক’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।