রাজধানীর বসুন্ধরা শপিংমলে নকল ও ক্লোন করা মোবাইল সেটে জব্দে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
সোমবার (৯ আগস্ট) র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার্বিক সহযোগীতা করে র্যাব-২।
র্যাব এর এই অভিযানে অবৈধ ভাবে আমদানিকৃত প্রায় ২৫ লক্ষ টাকার মোবাইলফোন জব্দ করা হয় । নকল ও ক্লোন রাখার দায়ে বেশি কিছু দোকানে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মোবাইল ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই আইএমইআই যাচাই ও রসিদ নিতে বলেছে বিটিআরসি। নিয়ন্ত্রণ সংস্থাটি বলছে, সঠিক আইএমইআই ছাড়া মোবাইল ফোন হ্যান্ডসেটে ভবিষ্যতে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে।
অভিযানের বিষয়ে র্যাব-২ এর অতিরিক্ত এসপি মো.জায়েদ শাহরিয়ার বলেন, ‘বসুন্ধরা সিটি শপিংমলের দোকানগুলোতে অবৈধ মোবাইল ফোন বিক্রি হচ্ছে বলে আমাদের কাছে গোপন সংবাদ ছিল। সেই সংবাদের ভিত্তিতে আজ (সোমবার) অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি দোকান থেকে বিভিন্ন কোম্পানির ৬৮টি অবৈধ মোবাইল ফোন আটক করা হয়।’
জানা যায়, প্রতি বছর বিটিআরসি’র অনুমোদন নিয়ে বৈধভাবে ২ কোটি ৭৬ লাখ হ্যান্ডসেট আসে। আর বাজারে থাকা সেটের ২৫ থেকে ৩০ শতাংশ আসে অবৈধভাবে। এতে সরকার প্রতি বছর এক হাজার থেকে বারোশ’ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
অবশেষে অফার বন্ধ করল ইভ্যালি
বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল ফোন আমদানি করার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা বসুন্ধরা শপিং মলের নিচতলা, দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠতলায় মোবাইল ফোনের দুই শতাধিক দোকানে অভিযান চালায়।