ক্যামেরা ফোন এনে তাক লাগিয়ে দিয়েছে হুয়াওয়ে। চীনা জায়ান্টটি সম্প্রতি বিশ্ব বাজারে ছেড়েছে তাদের ফ্ল্যাগশিপ পি৩০ প্রো। ফোনটি প্রথম ছয় মাসে পি৩০ প্রোয়ের ১ কোটি ৬৫ লাখ ইউনিট ( ১৬.৫ মিলিয়ন) বিক্রি হয়েছে।
জার্মানিতে আয়োজিত প্রযুক্তি পণ্যের প্রদর্শনী আইএফএ এর মঞ্চে এ তথ্য জানিয়েছে হুয়াওয়ে।
পি৩০ সিরিজই হুয়াওয়ের সবচেয়ে জনপ্রিয় ‘পি’ সিরিজ বলে টুইটারে হুয়াওয়ে মোবাইলের অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে ।
বিশ্ব বাজারে ফোনটির বিক্রি ৫৩ শতাংশ বেড়েছে। আইএফএ এর ইভেন্টে পি৩০ প্রোয়ের নতুন দুই রঙও উন্মোচন করে হুয়াওয়ে। ব্লু ও ল্যাভেন্ডার সংস্করণের পি৩০ প্রোতে গুগলের সব অ্যাপই ব্যবহার করা যাবে। ফোন দুটি বাজারে কতো দামে পাওয়া যাবে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি হুয়াওয়ে।
ফ্ল্যাগশিপ ফোনের যেসব বৈশিষ্ট্য থাকে তার সঙ্গে হুয়াওয়ে যুক্ত করেছে লাইকার তৈরি সুউচ্চ ক্ষমতা সম্পন্ন ‘কোয়াড’ বা চার ক্যামেরা। এদের মধ্যে রয়েছে ৫০ গুণ ডিজিটাল জুম সক্ষম লেন্স। এ ছাড়াও ক্যামেরায় আছে ১০ গুণ নিখুঁত বা লসলেস জুম করার এবং রাতের অন্ধকারে ছবি তোলার সক্ষমতা।
আগামী ১৯ সেপ্টেম্বর মেট ৩০ ও মেট ৩০ প্রো আনতে যাচ্ছে চীনা প্রতিষ্ঠানটি। দুটি ফোনেই থাকবে বৃত্তাকার ক্যামেরা মডিউল। মডিউলটি তৈরিতে ক্যামেরা প্রস্তুতকারক জার্মানি প্রতিষ্ঠান লাইকার সহায়তা নিয়েছে হুয়াওয়ে। গতির জন্য ফোন দুটিতে থাকবে কিরিন ৯৯০ প্রসেসর। চীনের বাইরে ফোন দুটি পাওয়া যাবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।