‘এক্সক্লুসিভ’ অনুষ্ঠান নিয়ে সামনের নভেম্বরে যাত্রা শুরু করবে অ্যাপলের ভিডিও স্ট্রিমিং সেবা অ্যাপল টিভি প্লাস।
অ্যাপল জানিয়েছে ১ নভেম্বর থেকে পৃথিবীর ১০০টি দেশে তাদের নিজস্ব অনুষ্ঠান দেখতে পাবেন ব্যবহারকারীরা।
খরচ: যারা আইফোন, আইপ্যাড, ম্যাক অথবা অ্যাপল টিভি কিনবেন, তারা এক বছর বিনা মূল্যে অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। যারা এই পণ্যগুলো কিনছেন না তাদের প্রতি মাসে খরচ করতে হবে ৪.৯৯ ডলার বা ৪২১ টাকা।
কী কী অনুষ্ঠান থাকছে: শুরুতে দারুণ কিছু ডকুমেন্টারি দেখানো হবে। এর মধ্যে রয়েছে ‘দ্য মর্নিং শো’, ডিকিনসন, ‘সি’, ফর অল ম্যান কাইন্ড এবং ‘দ্য এলিফ্যান্ট কুইন’।
কোথায় দেখা যাবে: এই সার্ভিস দেখতে পাবেন আইফোনের অ্যাপল টিভি অ্যাপে, আইপ্যাডে, অ্যাপল টিভিতে, আইপড টাচে, ম্যাকে এবং আরও কয়েকটি প্ল্যাটফর্মে। তার মধ্যে রয়েছে tv.apple.com। এখানে সাতদিন ফ্রি।
কয়জন দেখা যাবে: পরিবারের মোট ছয়জন এই সার্ভিস শেয়ার করতে পারবেন।
অ্যাপল জানিয়েছে, গ্রাহকেরা অ্যাপল টিভি প্লাস অফলাইন এবং অনলাইনে দেখতে পাবেন। অ্যাপল টিভি অ্যাপে অ্যাড-ফ্রি অন ডিমান্ড সার্ভিসও থাকছে।
অ্যাপল টিভি স্যামসাংয়ের স্মার্ট টিভিতে আছে। এ ছাড়া আমাজন ফায়ার টিভি, এলজি, রোকু, সনি এবং ভিজিওতে কয়েক মাসের ভেতর আসার কথা।
tv.apple.com এ গিয়ে নিবন্ধন করেও গ্রাহকেরা দেখতে পাবেন।
এখন যা দেখা যাচ্ছে: এখন দর্শকেরা বিভিন্ন অনুষ্ঠানের ট্রেলার দেখতে পারেন। এ ছাড়া রয়েছে অ্যাপল টিভি প্লাসের সিরিজ এবং মুভি।
অ্যাপল জানিয়েছে, সিরিজগুলোর তিনিটি এপিসোড প্রিমিয়ার করা হবে। প্রতি সপ্তাহে একটি করে নতুন এপিসোড প্রচার হবে। ৪০টি ভাষায় থাকবে সাবটাইটেল।