ব্যবহারকারীদের প্রোফাইল সহজেই অন্যজনকে দেখার সুযোগ দিতে ‘নেমট্যাগ’ ফিচার রয়েছে ছবি বিনিময়ের অ্যাপ ইনস্টাগ্রামে।
ফিচারটি চালুর জন্য ইনস্টাগ্রাম চালু করে নিজ প্রফাইলে প্রবেশ করে ওপরে থাকা মেন্যুতে ক্লিক করলেই ‘Nametag’ অপশনের উইন্ডো চালু হবে এবং স্বযংক্রিয়ভাবে আপনার প্রোফাইলের নামসহ ‘নেমট্যাগ’-এর ছবি দেখা যাবে। Scan to Nametag ক্লিক করে ছবিটি স্ক্যান করলেই আপনার প্রোফাইলের সব তথ্য অন্যরা দেখতে পারবে।