সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে গুগলের সেবা যেমন, গুগল ম্যাপ, গুগল ক্রোম, জিমেইল এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুগল প্লে স্টোর ছাড়াই হুয়াওয়ে উন্মোচন করল মেট ৩০ প্রো ফ্ল্যাগশিপ।
বৃহস্পতিবার জার্মানির মিউনিখে অনুষ্ঠিত পণ্য উন্মোচন অনুষ্ঠানে আনা মেট ৩০ ফ্ল্যাগশিপ সিরিজের সবকটি সংস্করণেই গুগলের এসব সেবা বাদ রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ফোনগুলোর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে গুগলের অ্যান্ড্রয়েড ১০ এবং নিজেদের কাস্টোমাইজ ইএমইউআই ১০ অপারেটিং সিস্টেম।
মেট ৩০ প্রো ফ্ল্যাগশিপ ডিভাইসটিতে রয়েছে ৬.৬২ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লেটি কার্ভড করা ডান ও বাম দিকে। এর ডিসপ্লে প্যানেল ২৪০০*১১৭৬ পিক্সেল রেজল্যুশনের হবে বলে উল্লেখ করেছেন ব্লাস।
মেট ৩০ প্রোর পেছনে যে ক্যামেরা সেটি অনেকটা রিংয়ের মধ্যে বসানো। সেখানে রয়েছে ট্রিপল ক্যামেরা। যার একটি ৪০ মেগাপিক্সেল সিনে ক্যামেরা, একটি ১৬ মেগাপিক্সেল সেন্সর পেয়ার্ড এবং আরেকটি ৮এক্স টেলিফটো। এ ছাড়া সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং অন্যটি আল্ট্রাওয়াইড লেন্সের ক্যামেরা।
সাড়ে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে থাকছে ৪০ ওয়াট সুপারচার্জিং এবং ২৭ ওয়াট সুপার ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি। ৯৯০ কিরিন প্রসেসরে চলবে ফোনটি। থাকছে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম। ও হুয়াওয়ের কাস্টমাইজ ইউএমইউআই ১০।
মেট ৩০ প্রো সিরিজটিতে নিজেদের অ্যাপ গ্যালারি এনেছে হুয়াওয়ে। যেখানে অন্তত ৪৫ হাজার অ্যাপ আছে বলে জানায় হুয়াওয়ে।