চীনের কোম্পানি ভিভো এবার নিয়ে এসেছে ৬ ক্যামেরার স্মার্টফোন ‘ভিভো ভি১৭ প্রো’। এর মধ্যে ফোনের পিছনে ৪টি এবং সামনে পপ-আপ ডুয়েল সেলফি ক্যামেরা রয়েছে।
৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ২এক্স অপ্টিক্যাল জুম ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। অন্যদিকে ডুয়েল পপ-আপ ক্যামেরায় ৩২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে।
৬.৪৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লের ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৯ পাই। স্মার্টফোনটিতে পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহার করায় থাকছে না নচ ডিসপ্লে।
৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের এর ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট। ব্যাকআপের জন্য ৪১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং চার্জের জন্য পোর্ট হিসেবে বেছে নিয়েছে ইউএসবি টাইপ-সি।
২০২ গ্রাম ওজনের ফোনটিতে কানেকটিভিটির জন্য ওয়াইফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.০, এনএফসি এবং হেডফোনের জন্য ৩.৫ মিলিমিটার জ্যাক ব্যবহার করা হয়েছে।