অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম উপরে শাওমি ফোনে এমআইইউআই ১১ স্কিন চলে। এতদিন কোম্পানির বেশিরভাগ স্মার্টফোনে লেটেস্ট শাওমি ১০ চলত। এবার সামনে এল শাওমি এর পরবর্তী ভার্সান এমআইইউআই ১১।
গত কয়েক মাস ধরে এমআইইউআই ১১ ডেভেলপমেন্টের একাধিক খবর সামনে এসেছিল। আপাতত এমআইইউআই ১১ এর বিটা ভার্সান লঞ্চ করছে বেজিং এর কোম্পানিটি। ২৭ সেপ্টেম্বর চিনে ১৭টি শাওমি ফোনে এই আপডেট ইনস্টল করা যাবে।
কোন ফোনে কবে আপডেট পৌঁছাবে?
২৭সেপ্টেম্বর থেকে চিনে ১৭ টি শাওমি ফোনে এমআইইউআই ১১ ওপেন বিটা ডাউনলোড করা যাবে। শুরুতে এমআই৯, এমআই ট্রান্সপারেন্ট এডিশন, এমআই ৯ এসই, এমআই মিক্স ৩, মিক্স ২এস, এমআই৮, এমআই ৮ ইয়ুথ এডিশন, এমআই ৮ এক্সপ্লোরার এডিশন, এমআই ৮ স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট এডিশন, এমআই ৮ এসই, এমআই মিক্স৩, রেডমি কে২০ প্রো, রেডমি কে২০, রেডমি কে২০ প্রিমিয়াম এডিশন, নোট৭, নোট৭ প্রো , রেডমি৭, ফোনে এমআইউইআই১১ এর স্টেবেল আপডেট পোঁছে যাবে। অক্টোবর মাসে স্টেবেল আপডেট পাঠানো শুরু হবে।
আপাতত চিনের স্মার্টফোনগুলিতে এমআইইউআই ১১ আপডেটের দিন ঘোষনা করলেও বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের গ্রাহকদের ফোনে কবে এই আপোডেট পৌঁছাবে তা জানায়নি শাওমি।