ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে শখের বসে অনেকেই মজার মজার ভিডিও তৈরি করে আপলোড করে। কিন্তু মানগত দিক থেকে ভিডিওগুলো ভালো না হওয়াতে কেউ এসব ভিডিও দেখে না। এসকল ব্যবহারকারীরা যাতে ঘরে বসেই মানসম্পন্ন ভিডিও তৈরি করতে পারবে সেজন্য অ্যাডবি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করেছে সফটওয়্যারটিতে।
নতুন ফিচারটি ব্যবহারকারী কোন প্ল্যাটফর্মে ভিডিওটি পোস্ট করবেন, সেটা বুঝে স্বয়ংক্রিয়ভাবে ফ্রেম ঠিক করে দিবে। ভিডিওটি যদি ইউটিউব বা ফেসবুকে পোস্ট করা হয়, তাহলে অ্যাডবি ভিডিও টাইপ বিশ্লেষণ করে আড়াআড়ি বা চারকোণা ভিডিও ফ্রেম তৈরি করে দিবে।
এমনকি স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, টুইটার ও ভিমোতেও ভিডিও পোস্টের সুবিধা দিচ্ছে অ্যাডবি প্রিমিয়ার প্রো।