চীনা স্মার্টফোন কোম্পানি শাওমি কয়েকদিন আগেই ঘোষণা করেছিল যে তাদের রেডমি কে ২০ সিরিজ ৩ মিলিয়ন অর্থাৎ ৩০ লক্ষের বেশি বিক্রি হয়ে গেছে। এরপর কোম্পানি ঘোষণা করে যে তারা রেডমি কে ২০ প্রো-র আপগ্রেড ভার্সন লঞ্চ করবে। গতকালই শাওমি সেই ফোন লঞ্চ করেছে। রেডমি কে ২০ প্রো প্রিমিয়াম এডিশন সাধারণ ভার্সনের থেকে অনেক বেশি শক্তিশালী। আসুন এই ফোনটি সম্পর্কে জেনে নিই।
সাধারণ রেডমি কে ২০ প্রো তে স্নাপড্রাগণ ৮৫৫ প্রসেসর ছিল। তবে প্রিমিয়াম এডিশনে স্নাপড্রাগণ ৮৫৫ প্লাস প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে পাবেন ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। ফোনের অন্যান্য ফিচার সাধারণ ভার্সনের মতো রাখা হয়েছে।
এই ফোনে ডুয়াল সিম সাপোর্টের সাথে অ্যান্ড্রয়েড ৯ পাই ভিত্তিক MIUI ১০ অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। রেডমি কে ২০ প্রো ফোনে ৬.৩৯ ইঞ্চি এমোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে। যার আসপেক্ট রেশিও ১৯.৫:৯ এবং স্ক্রিন রেজল্যুশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল। এছাড়াও এতে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ সিরিজ প্রসেসর। আবার গ্রাফিক্সের জন্য এড্রেনো ৬৪০ ও পাওয়া যাবে।
ক্যামেরার কথা বললে রেডমি কে ২০ প্রো ফোনে তিনটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল IMX586 সেন্সির, সেকেন্ডারি ক্যামেরা আলট্রা ওয়াইড সেন্সরের সাথে ১৩ মেগাপিক্সেল। এছাড়াও ৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করেছে এই ফোন লো লাইট ফোটোগ্রাফি ও ৯০ এফপিএস এ স্লো মোশন ভিডিও রেকর্ড করা যাবে। সামনের ক্যামেরার কথা বললে এই ফোনে ২০ মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরায় পোর্ট্রেট মোড় ফটো নেওয়ার জন্য AI এর সাহায্য নেওয়া হয়েছে ।
রেডমি কে ২০ প্রো ফোনে ২৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ ৪,০০০ এমএএইচ ব্যাটারি আছে। চারজিংএর জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও ৩.৫ এমএম হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ প্রভৃতি আছে।