শাওমি স্মার্ট লিভিং ২০২০ ইভেন্টে এমআই ব্যান্ড ৪ লঞ্চ করে। ফিটনেস ব্যান্ডটি গত বছরে লঞ্চ করা এমআই ব্যান্ড ৩ এর আপগ্রেড ভার্সন। এমআই ব্যান্ড ৪ টানা ২০ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে বলে জানিয়েছে শাওমি ।
আসুন শাওমি মি ব্যান্ড ৪ এর দাম, ফিচার ও উপলব্ধতা সম্পর্কে জেনে নিই।
নতুন এই ব্যান্ডে ০.৯৫ ইঞ্চি কালার অ্যামোলেড ২.৫ ডি টাচ ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজুলেশন ১২০* ২৪০ পিক্সেল। এর ডিসপ্লে ৩৯.৯ শতাংশ বড় মি ব্যান্ড ৩ থেকে । এছাড়া বাদবাকি ফিচার একই রকম রাখা হয়েছে। কোম্পানি জানিয়েছে মি ব্যান্ড ৩ এর স্ট্র্যাপ্মি ব্যান্ড ৪ এ সাপোর্ট করবে।
এই ব্যান্ডে ছটি এক্সেলেরোমিটার সেন্সর দেওয়া হয়েছে, যেগুলো শারীরিক ক্রিয়া-কলাপ মনিটর করবে। যেমন সাঁতার, হাঁটাচলা, দৌড় এবং সাইকেল চালানো প্রভৃতি। এই ফিটনেস ট্র্যাকারটি ৫ এটিএম রেটিং-এর সাথে এসেছে।
মি ব্যান্ড ৪ এর স্পেসিফিকেশনের কথা বললে এতে ৫১২ কেবি র্যাম ও ১৬ এমবি স্টোরেজ রয়েছে। এছাড়াও এতে আছে ১৩৫এমএএইচ ব্যাটারি, যা ২০ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। এটি ২ ঘন্টারও কম সময়ে ফুল চার্জ হয়ে যায়। এই ব্যান্ডের অন্যান্য ফিচারের কথা বললে এতে ব্লুটুথ ৫.০ ভার্সন রয়েছে এবং এই ব্যান্ডটি অ্যান্ড্রয়েড ৪.৪ বা আইওএস ৯ এর উপরে সমস্ত ভার্সনে সাপোর্ট করবে।