মোবাইলভিত্তিক স্বাস্থ্য ও জীবন বীমা সেবা প্রদানকারী সংস্থা মিলভিক সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য ও জীবন বীমা সেবা নিশ্চিত করতে বিকাশের সঙ্গে একীভূত হয়েছে।
এ লক্ষে রোববার ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারী বিকাশ লিমিটেডের সঙ্গে এক সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়।
এ চুক্তির আওতায়, খুব সহজেই বিকাশ পেমেন্টের মাধ্যমে মিলভিকের এ নতুন সেবা গ্রহণ করতে পারবে গ্রাহকরা। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার এক শতাংশেরও কম মানুষ বীমা সেবা গ্রহণ না করায় যে কোনো আর্থিক ও স্বাস্থ্য ঝুঁকির সম্পূর্ণ খরচ নিজেকে বহন করতে হয়।
জনগণের আর্থিক ঝুঁকি কিছুটা লাঘব করতে মিলভিক বাংলাদেশের নতুন বীমা সেবার মূল্য শুরু হয় বাৎসরিক মাত্র ১৫০ টাকা থেকে, যা সর্বসাধারণের জন্য গ্রহণযোগ্য। গ্রাহকরা কোনো কাগজপত্র অথবা স্বাস্থ্য পরীক্ষা না করে খুব সহজেই মিলভিকের এ সেবা গ্রহণ করতে পারবে বিকাশ পেমেন্টের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘স্বাস্থ্য খাতে উন্নয়নের পরিকল্পনার অংশ হিসেবে দেশের মানুষ, বিশেষ করে দুস্থদের স্বাস্থ্যসেবার খরচ কমানোর লক্ষে আমরা স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং অগ্রগতিতে সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। মিলভিক লাইফ এবং হেলথের মতো সহজ প্রযুক্তিভিত্তিক, সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা এবং গ্রাহকদের কাছে বিকাশের সহজলভ্যতা আমাদের লক্ষগুলো ত্বরান্বিত করতে সহায়তা করে এবং আমরা এ নতুন অংশীদারিত্বকে স্বাগত জানাই।