চলতি বছর আনুপতিক মন্দাবস্থা বিরাজ করবে প্রযুক্তি বাজারে। স্মার্টফোনের পাশাপাশি পিসি, ট্যাবলেট বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়বে। এমনই পূর্বাভাস দিয়েছে প্রযুক্তি বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার। জানিয়েছে এ বছর এসব ডিভাইস বিক্রি গড়ে ৩ দশমিক ৭ শতাংশ কমবে। এরমধ্যে স্মার্টফোন বিক্রি কমবে ৩ দশমিক ২ শতাংশ।
তবে আশার কথা, এ বছর স্মার্টফোন বিক্রির নেতিবাচক ধারা আগামী বছরে উন্নতির দিকে যাবে। চলতি বছর থেকে আগামী বছর ২ দশমিক ৯ শতাংশ স্মার্টফোন বেশি বিক্রি হবে।
গার্টনারের বিশ্লেষণ বলছে, ২০২০ সাল নাগাদ ৫-জি নেটওয়ার্ক সমর্থিত স্মার্টফোনের ব্যবহার শুরু হলে এর বাজার শেয়ার দাঁড়াবে ১০ শতাংশে। ২০২৩ সাল নাগাদ ৫-জি সমর্থিত স্মার্টফোনের শেয়ার দাঁড়াবে ৫৬ শতাংশ।