ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘কমনওয়েলথভুক্ত দেশগুলোর কাছে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ একটি সফল দেশের নাম।’ কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার (সিটিও) ৫৯তম সম্মেলনে একথা বলেন তিনি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে সম্মেলনের উদ্বোধন করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘৫ জির জন্য স্পেকট্রাম ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলাকে বাংলাদেশ সর্বোচ্চ প্রাধান্য দেবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান জহুরুল হক জানান, এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ একদিকে যেমন নিজেদের প্রযুক্তি সম্ভবনা তুলে ধরতে পারবে,অন্যদিকে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কও জেরদার হবে।
৫৩টি দেশের অংশগ্রহণে চারদিন ব্যাপী সিটিও সম্মেলন শেষ হবে ৩ অক্টোবর। এবারের আয়োজনে ব্লকচেইন, তথ্য নিরাপত্তা, প্রযুক্তিখাতে তরুণদের অংশগ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে ১৫টি সেশন অনুষ্ঠিত হবে।