গতবছর ওয়ালটন, সিম্ফনি, স্যামসাং, আইটেল-ট্র্যানসান ও ফাইভস্টার বাংলাদেশে কারখানা স্থাপন করে সংযোজিত হ্যান্ডসেট বাজারে এনেছে। এইবার এই কাতারে নাম লেখাল চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো ।
গাজীপুরের ভোগড়া এলাকায় তাদের প্রথম কারখানা স্থাপন করল চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। শুধু স্মার্টফোন তৈরি করলে প্রতি মাসে ১ লক্ষ ইউনিট উৎপাদনের সক্ষমতা রয়েছে তাদের কারখানার। এবং ভবিষ্যতে আরও বাড়ানো হবে বলে জানা গেছে । দেশে কারখানা করার কারণে তাদের ফোনের ১০ শতাংশ দাম কমবে।
সংযোজনের প্রথম লট নভেম্বরের প্রথম দিকে বাজারজাত করার লক্ষ্য রয়েছে অপো। তবে এটি কৌশলগত কারণে যদি পেছায় তারপরও নভেম্বরের মধ্যেই পণ্য বাজারে চলে যাবে বলে নিশ্চিত করেছেন কোম্পানিটির উর্ধ্বতন এক কর্মকর্তা। জানা গেছে প্রাথমিক পর্যায়ে ৩ শত জনবল নিয়ে চালু হচ্ছে । তবে এইখানে তিন থেতে চার হাজার মানুষের কাজের ব্যবস্থা হবে ।
বাংলাদেশে স্থাপিত এই সংযোজন কারখানায় উৎপাদিত স্মার্টফোন সেরা গুণগত মানের সঙ্গে কমদামে পাবেন গ্রাহকরা। যেখান থেকে বিশ্বমানের অপো স্মার্টফোন সংযোজন করে স্বল্প দামের মধ্যে গ্রাহকদের হাতে দেয়া হবে বলে জানিয়েছে অপো ।
২০১৭-১৮ অর্থবছরে দেশে মোবাইল ফোন উৎপাদনে এবং মোবাইল যন্ত্রাংশ আমদানিতে ব্যাপক শুল্ক ছাড়ে দেশে এভাবে কারখানার করার হিড়িক পড়ে যায়। আর এই উদ্যোগে কোম্পানিগুলো হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে এবং কয়েক হাজার লোকের কর্মসংস্থান করেছে।