প্রায় ৫০ বছর আগে স্যামসাং সাদা-কালো টিভি উন্মোচন করেছিল। পরবর্তীতে মোবাইল ডিভাইস, কনজ্যুমার ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপলায়েন্স পণ্যে কাটিং-এজ প্রযুক্তি নিয়ে আসে প্রতিষ্ঠানটি। বৈশ্বিকভাবে স্যামসাং ইলেকট্রনিক্সের ৫০ বছর এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির এক দশক পূর্তিতে স্যামসাং বাংলাদেশ অভিনব সব অফারে চালু করেছে একটি ক্যাম্পেইন। এই অফারের আওতায় ক্রেতারা স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন এবং কনজ্যুমার ইলেকট্রনিক্স ক্রয়ের ক্ষেত্রে নিশ্চিত ক্যাশ ব্যাক সুবিধা পাবেন।
সীমিত সময়ের এই বিশেষ অফারে, স্যামসাং ক্রেতাদের চারটি স্মার্টফোন (গ্যালাক্সি এ৩০, গ্যালাক্সি এ৫০, গ্যালাক্সি এ৮০ এবং গ্যালাক্সি নোট নাইন) ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০% পর্যন্ত ক্যাশ ব্যাক সুবিধা দিচ্ছে। গ্যালাক্সি এ৩০ এবং গ্যালাক্সি এ৫০ ক্রয়ের ক্ষেত্রে নিশ্চিতভাবে সর্বনিম্ন ২০০০ টাকা, গ্যালাক্সি এ৮০ ক্রয়ের ক্ষেত্রে ১৮,০০০ টাকা এবং নোট নাইন ক্রয়ের ক্ষেত্রে ২০,০০০ টাকা ক্যাশব্যাক সুবিধা পাবেন। ক্রেতাদের পাঠানো এসএমএস-এর উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের মাধ্যমে ক্যাশ ব্যাকের টাকার পরিমাণ নির্ধারণ করা হবে।
নির্ধারিত রেফ্রিজারেটর, টেলিভিশন, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার এবং মাইক্রোওভেন ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা ৫০% পর্যন্ত ক্যাশ ব্যাক সুবিধা পাবেন। দুটি অফারই আগামী ৪ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ১৩ অক্টোবর। ক্রেতারা পণ্য ক্রয়ের সময় শো-রুম থেকে এসএমএম পাঠানোর মাধ্যমে এই সুযোগ লাভ করতে পারবেন।