স্যামসাংয়ের ভাঁজযোগ্য গ্যালাক্সি ফোল্ডের পর এবার স্মার্টফোন বাজারে ঝড় তুলতে উন্মোচিত হলো এলজির ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন। সম্প্রতি বার্লিনে আইএফএ ২০১৯ ইভেন্টে নিজেদের প্রথম ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন উন্মোচন করলো কোম্পানিটি।
এলজি জি৮এক্স থিনকিউ (‘থিংক’) মডেলের এই ফোনে একটি সেকেন্ডারি ডিসপ্লে থাকছে। ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে এই ডিসপ্লে কানেক্ট করা যাবে।
এই ফোনের দুইটি ডিসপ্লের সাইজ ৬ দশমিক ৪ ইঞ্চি। ফুলএইচডি রেজ্যুলেশনের ডিসপ্লে দুটি পাশাপাশি থাকলে অনেকটা ফোল্ডেবেল ফোনের মতো অভিজ্ঞতা পাওয়া যাবে। ফোনের পাশে হিঞ্জ ব্যবহার করে ৩৬০ ডিগ্রি কোণে ঘুরিয়ে ফেলা যাবে সেকেন্ডারি ডিসপ্লে। রয়েছে মাল্টিটাস্কিং সুবিধা।
ওয়াটার ড্রপ স্টাইল নচের মাঝে থাকছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পিছনে থাকছে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। ক্যামেরায় ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি।
ফোনটির ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট ও ৬ গিগাবাইট র্যাম। কুইক চার্জ ৩.০ এর পাশাপাশি থাকছে ৪০০০ এমএএইচ ব্যাটারি।
অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ভালো অডিও আউটপুটের জন্য থাকছে ৩২ বিট হাই-ফাই কোয়াড ড্যাক ও দুটি ১.২ ওয়াটের স্পিকার।