গুগল তাদের ব্যবহারকারীদের ডেটা সিকিউরিটি বাড়ানোর লক্ষ্যে নতুন আপডেট নিয়ে আসলো। এই আপডেটে গুগল ম্যাপ, YouTube এবং Assistant এর মতো ফিচার ব্যবহার করা আগের তুলনায় নিরাপদ হবে। কোম্পানি গুগল ম্যাপের জন্য ইনকগনিটো মোড( Incognito Mode )আপডেট নিয়ে এসেছে, আগে আমরা গুগল সার্চে উপভোগ করতাম। এরফলে আপনি যখন গুগল ম্যাপে ইনকগনিটো মোড লোকেশন সার্চ করবেন তখন গুগল সেটি স্টোর করবে না। এই ধরণের ফিচার ইউটিউব ও গুগল অ্যাসিস্ট্যান্ট এর জন্য নিয়ে আসার চেষ্টা চলছে।
গুগল ম্যাপে ইনকগনিটো মোড যুক্ত হওয়ায় নিঃসন্দেহে ব্যবহারকারীদের ডেটা সিকিউরিটি বাড়বে। প্রাইভেট মোডের ফলে ব্যবহারকারীরা তাদের এক্টিভিটি গুগলকে জানাবে না। আগে গুগল ম্যাপে কোনো লোকেশন সার্চ করলে গুগল সেই ডেটা সেভ করে রেখে দিতো এবং তার বিভিন্ন কাজে লাগাতো। তবে এখন ব্যবহারকারীরা তা বন্ধ করতে পারবে।
গুগল ম্যাপে নতুন ফিচার আনা ছাড়াও গুগল তাদের ইউটিউবের জন্য auto-delete ফিচার নিয়ে আসছে। এই ফিচার চলে এলে ব্যবহারকারীরা তাদের ইউটিউবের সার্চ রেজাল্ট ডিলিট করতে পারবে। অর্থাৎ আপনি যখন এই ফিচার এনাবেল করবেন তখন কিছু সময় অন্তর অন্তর সার্চ রেজাল্ট আপনা আপনি ডিলিট হয়ে যাবে।
ইউটিউবের মতো অটো ডিলিট ফিচার অ্যাসিস্ট্যান্ট এর জন্যও আনছে গুগল। তবে এরজন্য আপনাকে “Hey Google, delete the last thing I said to you” বলতে হবে। এরপরেই ডেটা ডিলিট হয়ে যাবে।