অনেক সময়ই প্রয়োজনীয় মুহূর্তে আমাদের মোবাইল বা ট্যাবের ইন্টারনেট ডাটা ফুরিয়ে যায়। আর সে মুহূর্তে অনেক বেকায়দায় পড়তে হয়। তবে সে সময় আপনি চাইলে আপনার কম্পিউটার থেকে অন্যান্য ডিভাইসে ইন্টারনেট শেয়ার করতে পারেন।
আপনার উইন্ডোজ ১০ পিসিকে মোবাইল হটস্পটে পরিণত করার মাধ্যমে অন্যান্য ডিভাইসের সঙ্গে আপনার ইন্টারনেট সংযোগটি শেয়ার করতে পারবেন। এক্ষেত্রে কম্পিউটারটি ওয়াই-ফাই রাউটার হিসেবে কাজ করবে। আর এভাবে আপনি আপনার কম্পিউটার থেকে ওয়াই-ফাই, ইথারনেট বা সেলুলার ডাটা শেয়ার করতে পারবে। আপনি যদি আপনার পিসিতে কোনো সেলুলার ডাটা সংযোগ ব্যবহার করেন এবং আপনি যদি সেটি শেয়ার করেন তাহলে আপনার ডাটা প্ল্যান থেকেই অন্যান্য ডিভাইসে ব্যবহারের জন্য চার্জ কাটা যাবে।
উইন্ডোজ ১০ পিসিকে মোবাইল হটস্পটে পরিণত করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
Start বাটনে ক্লিক করুন। * তারপর Setting>Network & internet>Mobile hotspot নির্বাচন করুন। * আপনি যে ইন্টারনেট সংযোগটি শেয়ার করতে চান তা নির্বাচন করতে Share my internet connection from এই অপশনটিতে ক্লিক করুন।