স্মার্টফোনের বাজারে বর্তমান ট্রেন্ড পপআপ সেলফি ক্যামেরা। গত কয়েক মাসে প্রায় সব জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি পপ আপ সেলফি ক্যামেরার স্মার্টফোন ছেড়েছে। এবার সেই পথে পা বাড়াল মটোরোলা। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক ছবিতে মটোরোলার ফোনে পপ আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছে। এই ক্যামেরা ব্যবহারের জন্য ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না।
এই ফোনের পপ আপ ক্যামেরায় একটি মাত্র সেন্সর থাকছে। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের চারপাশে উজ্জ্বল আলো দেখা গিয়েছে।
ইন্টারনেটে প্রকাশিত ছবিতে নতুন মটোরোলার ফোনের পিছনে গাঢ় নীল গ্রেডিয়েন্ট ফিনিশ দেখা গিয়েছে। ফোনের স্মনে থাকছে ফুল স্ক্রিন ডিসপ্লে। এই প্রথম কোন মটোরোলার ফোনে এই ধরনের ডিসপ্লে ব্যবহার হল।
ডিসপ্লের নিচে লেখা রয়েছে, ‘মটোরোলা কনফিডেনশিয়ার প্রোপার্টি নট ফর সেল’ অর্থাৎ প্রোটোটাইপ ফোনের ছবি সামনে এসেছে। এখনও এই ফোন বাণিজ্যিকভাবে তৈরি শুরু হয়েছে কী না জানা যায়নি।