গ্রাহক সংখ্যার দিক থেকে ভিডিও (চলচ্চিত্র, টিভি সিরিয়াল) স্ট্রিমিংয়ের বাজারে শীর্ষস্থানে থাকলেও নেটফ্লিক্সকে ভারতে বেশ প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে। ২০১৮ সালের শেষ নাগাদ একটানা গ্রাহক বাড়লেও এরপর হঠাৎ করে গ্রাহক কমতে শুরু করে। তবে চলতি বছরের প্রথমার্ধের পর সে পরিস্থিতি কাটিয়ে উঠেছে এ স্ট্রিমিং কোম্পানি। মূলত সেলফোনে গ্রাহক বৃদ্ধির কারণেই নেটফ্লিক্সের জনপ্রিয়তা আবার বাড়ছে। বর্তমানে ভারতে নেটফ্লিক্সের শুধু মোবাইল গ্রাহক রয়েছে ১ কোটি ৯০ লাখ।
ওয়েব অ্যানালিটিকস প্রতিষ্ঠান সিমিলার ওয়েবের হিসাবে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ভারতে নেটফ্লিক্স অ্যাপের দৈনিক ব্যবহারকারীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ কমে যায়।
ভারতে ভিডিও স্ট্রিমিং অ্যাপগুলোর ব্যবহারভিত্তিক উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, স্থানীয় প্রতিদ্বন্দ্বী হটস্টার এবং বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী অ্যামাজন প্রাইম ভিডিওর তুলনায় নেটফ্লিক্স অ্যাপের দৈনিক ব্যবহারকারী কম। তবে জুলাই-আগস্টে এ হার বাড়তে থাকে। মূলত মোবাইলে ব্যবহারের জন্য নির্দিষ্ট প্যাকেজের মূল্য কমিয়ে দেয়ার কারণেই এ সুফল পাওয়া গেছে। তাছাড়া স্যাকরেড গেমসের মতো আরো ধারাবাহিক টিভি সিরিজ নির্মাণ এবং প্যাকেজমূল্য সংশোধনের প্রচেষ্টাই বলে দেয় ভারতকে কতটা গুরুত্ব দিচ্ছে নেটফ্লিক্স। ব্যবহারকারী বৃদ্ধির গ্রাফও সে কথাই বলছে। সূত্র: বিজনেস ইনসাইডার