অদ্ভুত ডিজাইনের স্মার্টফোনের ছবি প্রকাশ করে আলোচনায় এসেছে অ্যান্ডি রুবিনের কোম্পানি এসেনশিয়াল প্রোডাক্ট।
এসেনশিয়াল প্রোডাক্টস কোম্পানিটির সিইও এবং অ্যান্ড্রয়েডের জনক অ্যান্ডি রুবিন টুইটারে এই ফোনের ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, প্রচলিত ফোনের চেয়ে এর আকার বেশ লম্বা ও সরু। ফোনটির বাটনগুলো আকারে বেশ বড়।
এসেনশিয়াল ব্রান্ডের সর্বশেষ ফোন বাজারে এসেছিল ২০১৮ সালে। এরপর এসেনশিয়াল প্রোডাক্ট বিক্রি হয়ে যাচ্ছে এরুপ গুজবের কারণে আলোচনার বাইরে ছিল কোম্পানিটি। এবার তারা এসেছে অদ্ভুত ডিজাইনের ফোন নিয়ে; যা আগে কখনো দেখা যায়নি।
ডিভাইসটিতে কী কী সুবিধা বা ফিচার থাকছে তা এখনো জানা যায়নি। তবে ছবিতে দেখা গেছে, এতে একটি রিয়ার ক্যামেরা ও ক্যামেরার নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট ডিভোট রয়েছে। এছাড়া ফোনটিতে চারটি রঙ দেখা গেছে।
এক্সডিএ ডেভেলপাররা একটি ফাঁস হওয়া কোডের সূত্র ধরে জানিয়েছেন, ফোনটিতে স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসর থাকবে। আরেকটি টুইটে জানিয়েছে, ফোনটি নিয়ে ল্যাবে পরীক্ষা চালানো হচ্ছে। ভবিষ্যতে ফোনটির আরো তথ্য প্রকাশ করা হবে। ফোনটির নাম হতে পারে ‘প্রজেক্ট জেম’। তথ্যসূত্র- দ্য ভার্জ।