বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯ পেল দেশের সবথেকে বড় ইংরেজি ভাষা শেখার গ্রুপ ‘সার্চ ইংলিশ’। এডুকেশন ক্যাটাগরিতে জয়েন্ট সেকেন্ড রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে ‘সার্চ ইংলিশ’ ।
শনিবার (১২ অক্টোবর) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে বসে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯ পুরষ্কার বিতরণ আসর।
দেশের সাধারণ মানুষকে ইংরেজিতে দক্ষ করে তোলার লক্ষ্য নিয়ে ২০১৬ সালের জুলাই মাসে ফেসবুকে যাত্রা শুরু করে ইংরেজি ভাষা শেখার গ্রুপ ‘সার্চ ইংলিশ’। গ্রুপটির প্রতিষ্ঠাতা রাজীব আহমেদ। প্রথাগত ইংরেজি শিক্ষার দিকে না গিয়ে ব্যতিক্রমধর্মী পন্থায় ইংরেজি চর্চার ফলে এই প্ল্যাটফর্ম খুবই অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে ২৩ লাখের বেশি লোক এই গ্রুপে ইংরেজি চর্চা করছে।
বাংলাদেশের জনপ্রিয় এই ফেসবুক গ্রুপটিকে নিয়ে গত বছরের অক্টোবরে তথ্যচিত্র নির্মাণ করে ফেসবুক বিজনেস। যা শুধু বাংলাদেশের প্রথম কোনো ফেসবুক গ্রুপকে নিয়ে নয় বরঞ্চ পুরো এশিয়ায় প্রথম কোনো গ্রুপের ওপর তথ্যচিত্র প্রকাশ করেছিল ফেসবুক কর্তৃপক্ষ।
আর এবার আরো একটি আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছে সার্চ ইংলিশ। সোশ্যাল মিডিয়া ফর এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড এর জন্যে মনোনীত হয়েছে বাংলাদেশের এই ফেসবুক গ্রুপটি। কমিউনিটি মোবিলাইজেশন শাখায় গ্রুপটি এই মনোনয়ন লাভ করেছে। আরো নয়টি প্রতিষ্ঠান এই শাখায় মনোনয়ন লাভ করেছে। ১৮০টি উদ্যোগের সঙ্গে প্রতিযোগিতা করে সার্চ ইংলিশ এই মনোনয়ন লাভ করেছে।
এ উপলক্ষে সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯ এ এবার জয়েন্ট সেকেন্ড রানার্স আপ হয়েছে সার্চ ইংলিশ। এজন্য অবশ্যই আমি আনন্দিত। সার্চ ইংলিশের ২৩ লাখ মেম্বারদের জন্য এটি গর্বের ও আনন্দের এবং আমি মূলত তাদের জন্যই বেশি আনন্দিত। কারন বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার সাধারণ মানুষ প্র্যাকটিস করছে প্রতিদিন এই প্লাটফর্মে। এই পুরষ্কার পাবার ফলে দেশের প্রতিটি গ্রামের মানুষকে ইংরেজি চর্চায় উদ্বুদ্ধ করার কাজটি অনেক সহজ হয়ে যাবে বলে আমি মনে করি। এজন্য আমি সার্চ ইংলিশের বাকি কোফাউন্ডার এবং টিমের সব মেম্বারদের ধন্যবাদ জানাই। সবাই মিলেই আমরা এগিয়ে যাচ্ছি প্রতিদিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।