ব্যক্তিগত কম্পিউটারে নতুন মাত্রার গেমিং অভিজ্ঞতা প্রদানে বাংলাদেশের ক্রমবর্ধ্মান প্রযুক্তি বাজারে নবম প্রজন্মের প্রসেসর সম্বলিত ল্যাপটপ নিয়ে আসলো ডেল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে,জি-সেভেন মডেলের ল্যাপটপে এনভিডিয়া নকশার পরিচয়ের পাশাপাশি গেমিংয়ের বিষয়গুলোকে নিজের মত করে সাজাতে পারবেন ব্যবহারকারীগণ।
পাতলা এবং হালকা পন্যটি যে কোন পর্যায়ের ব্যবহারকারিদের জন্য সাশ্রয়ী হবে বলে দাবি করেন কর্মকর্তারা।
ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান বলেন বাংলাদেশের প্রসারমান বাজারে পিসি গেমিং সেক্টরের নতুন মাত্রা যোগ করবে মুল্য সাশ্রয়ী জি সেভেন ল্যাপটপ।
কর্মকর্তারা জানান, জি সেভেন নিজস্ব ক্যাটাগরিতে ‘সবচে পাতলা’ ল্যাপটপ। নবম প্রজন্মের ইন্টেল প্রসেসর সম্বলিত ল্যাপটপে রয়েছে উন্নত মাত্রার আইপিএস ডিসপ্লে।
পাশাপাশি প্রথমবারের মত চতুর্মাত্রিক আরজিবি কীবোর্ডে পরিচয় করানো হয়েছে পেছনের আলো নিয়ন্ত্রন করার সুবিধা।
এনভিডিয়ার জিফোর্স গ্রাফিক্স থাকা ল্যাপটপের প্রদর্শনী পর্দার মান ১৫ দশমিক ৬ ইঞ্চি।উড়োজাহাজে ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে ইন-প্লেন সুইচিংয়ে এয়ার চমৎকার গেমিং অভিজ্ঞতা পাবেন বলে জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।