অ্যাপলের বিরুদ্ধে অদ্ভুত একটি অভিযোগ এনেছেন এক রুশ নাগরিক। সমকামীতে পরিণত করার অভিযোগে তথ্যপ্রযুক্তি সংস্থাটির বিরুদ্ধে মামলা করেন তিনি।
ডয়চে ভেলে জানায়, আইফোনের একটি অ্যাপ থেকে তিনি বিটকয়েন কেনেন। কিন্তু এর পরিবর্তে তার কাছে চলে এসেছে গে-কয়েন। সেই গে-কয়েনের গায়ে বার্তা লেখা ছিল, পরীক্ষা না করে সিদ্ধান্ত নেবেন না।
রাজুমিলভ নামে ওই ব্যক্তি জানান, এরপর থেকে তিনি সমকামী হয়ে পড়েন। এতে তিনি অ্যাপলের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেন। তিনি মার্কিন প্রতিষ্ঠানটির কাছ থেকে ১৫ হাজার ৫৬০ মার্কিন ডলার চেয়ে বসেন।
তবে বৃহস্পতিবার মামলার শুনানিতে উপস্থিত অ্যাপলের প্রতিনিধি এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
পরবর্তীতে অ্যাপলের বিরুদ্ধে এই মামলা তুলে নিলেও হয়রানির মধ্যে দিয়ে যাচ্ছেন রাজুমিলভ।
২০১৩ সালে রাশিয়ায় নতুন সমকামী প্রোপাগান্ডা বিরোধী আইন প্রণয়নের পর থেকে দেশটিতে সমকামী বিরোধিতা বৃদ্ধি পেয়েছে।
ওই রুশ ব্যক্তির আইনজীবী বলেন, ‘আমার মক্কেল এই বিষয়ে আর আগাতে চান না। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা মশকরা হচ্ছে। এই মামলা নিয়ে এগোলে তার আরও ব্যক্তিগত তথ্য প্রকাশ পেত। যা তিনি চান না। কারণ তিনি অনেক চাপে রয়েছেন।’