ফাইভজি নেটওয়ার্ক স্থাপনে হুয়াওয়ে বেশ এগিয়ে থাকলেও তারা যুক্তরাষ্ট্রে সুবিধা করতে পারছে না।যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে ফাইভজি নেটওয়ার্ক স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ বিক্রি করতে পারছে না তারা।
নিষেধাজ্ঞা এড়াতে যুক্তরাষ্ট্রের টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে তাদের আলোচনা চলছে বলে জানিয়েছেন হুয়াওয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিনসেন্ট পাং।
তবে শুধু যুক্তরাষ্ট্রের কারণে ফাইভজি নিয়ে তাদের পরিকল্পনা থেমে নেই। ফাইভজি পণ্য আনতে আলাদাভাবে এক সম্মেলনের আয়োজন করেছে হুয়াওয়ে।
ধারণা করা হচ্ছে, কয়েকটি ফাইভজি পণ্য আনার পাশাপাশি ফোল্ডেবল ফোন হুয়াওয়ে মেট এক্স বাজারে আনারও ঘোষণা দেবে তারা।
বুধবার ফাইভজি সম্মেলনটি শুরু হবে। এ উপলক্ষ্যে আমন্ত্রণপত্রও বিলি শুরু করেছে হুয়াওয়ে।
এদিকে, ফাইভজি নিয়ে ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্সে গুরুত্বপূর্ণ এক ঘোষণা দিয়েছেন শাওমির প্রতিষ্ঠাতা ও সিইও লেই জুন। তিনি জানিয়েছেন, আগামী বছর ১০টি ফাইভজি ফোন বাজারে আনবে শাওমি।
আগামী বছর থেকে ফ্ল্যাগশিপ, মিডরেঞ্জ ও এন্ট্রি লেভেলের ফোনেও মিলবে ফাইভজি।লেই জুনের মতে, ফাইভজি ফোন সহজলভ্য হলে বাজারে ফোরজি ফোনের চাহিদা কমে যাবে। ডিজিটাল অর্থনীতির উন্নয়নেও ফাইভজি ফোন ভূমিকা রাখবে বলে মত দিয়েছন তিনি।