অ্যাপলের নতুন ম্যাকওএস ক্যাটালিনা ১০.১৫.১ এর বেটা সংস্করণে পাওয়া গেছে নতুন ম্যাকবুক প্রো’র ইঙ্গিত। অপারেটিং সিস্টেমটির এক আইকনে বলা হয়েছে ‘ম্যাকবুকপ্রো ১৬.১’-এর কাজ চলছে।
১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো নিয়ে গুজব শোনা যাচ্ছে অনেক দিন আগে থেকেই। এবার অ্যাপলের পক্ষ থেকেও পাওয়া গেছে সবুজ সংকেত। এর আগের ম্যাকওএস সংস্করণে একইভাবে ১৫ ইঞ্চি ম্যাকবুক প্রো আইকন দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস।
ম্যাকওএস ক্যাটালিনা সংস্করণে সিলভার এবং স্পেস গ্রে দুইটি রঙে ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো দেখানো হয়েছে। আগের চেয়ে এই ডিভাইসটিতে পর্দার বেজেল আরও সরু হবে বলেও আইকনে দেখা গেছে।
১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো আরও দীর্ঘস্থায়ী করতে বাটারফ্লাই কিবোর্ড এবং সিজর-সুইচ কিবোর্ড বাদ দিতে পারে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। এর আগের ডিভাইসগুলোতে এই কিবোর্ডে অনেক সমস্যা দেখা গেছে।
ধারণা করা হচ্ছে, অক্টোবর ইভেন্টে ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো’র সঙ্গে নতুন আইপ্যাড প্রো উন্মোচন করবে অ্যাপল। ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো’র পর্দার রেজুলিউশান হতে পারে ৩০৭২X১৯২০।
এবারে ১১ ইঞ্চি এবং ১২.৯ ইঞ্চি আইপ্যাড প্রোও আপডেট করতে পারে প্রতিষ্ঠানটি। আইফোন ১১ এর নতুন এ১৩ বায়োনিক চিপ রাখা হতে পারে এই ডিভাইসগুলোতে।