মার্কিন চাপ সত্ত্বেও হুয়াওয়ের ব্যবসায় চাঙ্গাভাব অব্যাহত রয়েছে। স্মার্টফোন বিক্রিতে নতুন মাইলফলক ছুঁয়েছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। চলতি বছর শেষ না হতেই ২০০ মিলিয়নের বেশি স্মার্টফোন বাজারে ছেড়েছে তারা। ২০১৮ সালের পুরো বছরজুড়েই সমান সংখ্যক ফোন বাজারে ছাড়ে প্রতিষ্ঠানটি।
হুয়াওয়ের বিবৃতিকে উদ্ধৃত করে বৈশ্বিক গণমাধ্যমের খবরে বলা হয়, ২০১৮ সালের রেকর্ড ভেঙ্গেছে হুয়াওয়ে। চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত ২০০ মিলিয়নের বেশি স্মার্টফোন বাজারে ছেড়েছে হুয়াওয়ে। এটি গত বছরের তুলনায় ৬৪ দিন আগেই অর্জন করলো হুয়াওয়ে। হুয়াওয়ে তাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি টুইটও করেছে।
প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা বলছেন, বছর শেষ হতে এখনও দুই মাস বাকি। ফলে গত বছরের রেকর্ড অতিক্রান্ত করে নতুন রেকর্ড গড়বে হুয়াওয়ে।
এদিকে প্রথম তিন প্রান্তিক মিলে ২০১৯ সালে কোম্পানির রাজস্ব আয় বেড়েছে ২৪.৪ শতাংশ। এই সময়ে ৮৬.২ বিলিয়ন মার্কিন ডলার (৬১০.৮ বিলিয়ন চাইনিজ ইউয়ান) আয় করেছে হুয়াওয়ে। আর নিট মুনাফা হয়েছে ৮.৭ শতাংশ। পিসি, ট্যাবলেট, ওয়্যারেবলস এবং স্মার্ট অডিও পণ্যের ব্যবসার ক্ষেত্রেও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। পাশাপাশি বিশ্বের ১৭০টির বেশি দেশে হুয়াওয়ে মোবাইল সার্ভিস ইকোসিস্টেম গড়ে তুলছে