আমরা প্রায়শই স্মার্টফোন ব্লাস্ট বা আগুন ধরে যাওয়ার খবর শুনতে পাই। এমন কি স্মার্টফোন ফেটে গিয়ে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে। আর সেকারণেই এতদিন স্মার্টফোন কোম্পানিগুলোর একটি বড়ো চিন্তার বিষয় ছিল ফোনের ব্যাটারি ও চার্জিং কানেক্টিভিটি । তবে এবার সবাইকে স্বস্তি দিয়ে গবেষকরা এমন একধরণের ব্যাটারি আবিষ্কার করেছেন, যেটিতে না তো কখন আগুন ধরবে, না ব্লাস্ট করবে। এই ব্যাটারিটি মার্কিন গবেষকরা তৈরি করেছেন। এটি একটি নমনীয় লিথিয়াম ব্যাটারি যা সম্পূর্ণ ফায়ার প্রুফ।
বর্তমান দিনের ব্যাটারির সমস্যা
এখনকার দিনে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারি আমাদের চারপাশে উপস্থিত রয়েছে। গাড়ির ব্যাটারি হোক বা স্মার্টফোন, আমরা সর্বত্র লিথিয়াম ব্যাটারি ব্যবহার করি । এই ব্যাটারিগুলিতে যে প্রযুক্তির দ্বারা পাওয়ার স্টোর করা হয় তা সর্বদা সন্দেহের মধ্যে ছিল। ফোন ব্লাস্ট করার কারণ অবশ্যই ওভার হিটিং, কিন্তু এও সত্যি যে এই লিথিয়াম ব্যাটারিগুলো জ্বলনশীল পদার্থ দ্বারা তৈরী।
আগুন না ধরার ব্যাটারি তৈরি করা দরকার
আমেরিকার জন হপকিন্স অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরির গবেষকরা এই বড়ো সমস্যা সমাধানের জন্য একটি ‘নমনীয় লিথিয়াম আয়ন ব্যাটারি’ আবিষ্কার করেছেন। গবেষকরা বলছেন যে তারা নতুন প্রযুক্তি এবং বিশেষ উপকরণগুলির দ্বারা এমন একটি নিরাপদ ব্যাটারি তৈরি করেছে, যেটি তে খারাপ থেকে খারাপতর পরিস্থিতিতেও আগুন ধরবেনা ।
শীঘ্রই হবে বাজারে উপলব্ধ
গবেষকরা যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাটারির একটি প্রোটোটাইপ তৈরি করার চেষ্টা করছেন। এর মাধ্যমে তারা ব্যাটারির রিয়েল ওয়ার্ল্ড পারফরম্যান্স আরও ভালভাবে বুঝতে পারবে। আগামী এক বছর এটির উপর কাজ করা হবে। গবেষকরা এই গবেষণায় ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছেন। আর এটি যদি একবার সফল হয়ে যায়, তাহলে সেই দিনটি খুব বেশি দূরে নয় যখন আমাদের লিথিয়াম ব্যাটারি চালিত পণ্যগুলি আজকের চেয়ে অনেক বেশি নিরাপদ হয়ে উঠবে।