চলতি বছর তৃতীয় ত্রৈমাসিকে ২৬ শতাংশ দখল করছে চিনের স্মার্টফোন কোম্পানি শাওমি । যার ফলে ভারতের স্মার্টফোন বাজারে এক নম্বর স্থান ধরে রাখল শাওমি।
দেশটিতে আর্থিক মন্দা চললেও এই সময়ে রেকর্ড পরিমাণ স্মার্টফোন বিক্রি হয়েছে। বৃহস্পতিবার কাউন্টারপয়েন্ট রিসার্চ এর প্রকাশিত রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। দীপাবলির আগে প্রায় সব কোম্পানির স্মার্টফোনে আকর্ষণীয় অফার ছিল। এই সময়ে গটা দেশে ৪.৯ কোটি স্মার্টফোন বিক্রি হয়েছে।
“স্মার্টফোন মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ ডিভাইস হয়ে উঠেছে। এই কারণে মানুষ স্মার্টফোন কেনার আগে মানুষ বেশি প্রাধান্য দিচ্ছে।” এক বিবৃতিতে জানিয়েছেন গবেষণা বিশ্লেষক কর্ণ চৌহান।
এই সময়ে রেকর্ড স্মার্টফোন বিক্রি করেছে শাওমি। গত বছরের তুলনায় চলতি বছর তৃতীয় ত্রৈমাসিকে অনলাইন সেগমেন্টে শাওমি স্মার্টফোন বিক্রি ৭ শতাংশ বেড়েছে। রেডমি ৭এ, রেডমি নোট৭ প্রো আর রেডমি নোট ৭এস ফোনগুলি সবথেকে বেশি বিক্রি হয়েছে।
দেশটিতে স্মার্টফোন বাজারে দুই নম্বরে রয়েছে স্যামসাং । তবে হতো বছরের তুলনায় স্যামসাং এর স্মার্টফোন বিক্রি ৪ শতাংশ কমেছে। এই মুহূর্তে ভারতের স্মার্টফোন বাজারের ২০ শতাংশ দখল করে রয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
এছাড়াও চলতি বছর তৃতীয় ত্রৈমাসিকে রেকর্ড পরিমাণ স্মার্টফোন বিক্রি করেছে শাওমি। কোম্পানির সবথেকে জনপ্রিয় স্মার্টফোনগুলি হল U10, Z1x, Z1 Pro।
শাওমি আর শাওমি ছাড়াও স্মার্টফোন বিক্রি নতুন প্ল্যান করেছে রিয়েলমি। দেশের সবথেকে জলদি বড় হওয়া ব্র্যান্ডের তকমা ছিনিয়ে নিয়েছে চিনের কোম্পানিটি। এছাড়াও গত বছরের তুলনায় ১২ শতাংশ বেশি স্মার্টফোন বিক্রি করেছে অপো।
প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে দেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস। চলতি বছর তৃতীয় ত্রৈমাসিকে গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ স্মার্টফোন বিক্রি করেছে ওয়ানপ্লাস।