চীনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইট ওয়েইবো-তে আসন্ন স্মার্টওয়াচের ছবি প্রকাশ করেছে শাওমি প্রতিষ্ঠাতা সিইও লেই জুন। তিনি জানিয়েছে কালো ও রূপালী রঙে অবমুক্ত হবে এই স্মার্টওয়াচ। ছবিতে স্মার্টওয়াচের ডিজাইন দেখে মনে হচ্ছে এটি অ্যাপল ওয়াচ থেকে অনুপ্রাণিত।
সামাজিক মিডিয়ায় আরেকটি ছবি প্রকাশ করেছে শাওমি’র সাব ব্র্যান্ড মিজিয়া সেই। ছবিতে স্মার্টওয়াচটিতে মাইক্রোফোন থাকতে দেখা গেছে। ডিসপ্লের উপরের আইকন দেখে মনে হচ্ছে এই স্মার্টওয়াচে থাকতে পারে সেলুলার কানেক্টিভিটি। কোম্পানিটি আরও জানিয়েছে, এই স্মার্ট ঘড়িতে থাকবে ই-সিম কানেক্টিভিটি।
এছাড়াও এই স্মার্টওয়াচে থাকছে এনএফসি, জিপিএস ওয়াইফাই কানেক্টিভিটি। ভিতরে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ওয়ার ৩১০০ চিপসেট এবং সাথে থাকছে একটি বড় ব্যাটারি।
চীনে ৫ নভেম্বর একই ইভেন্টে মি টিভি ৫ ও মি সিসি৯ প্রো এর সাথে উন্মোচিত হতে পারে শাওমির এই স্মার্টওয়াচ।