চীনা স্মার্টফোন কোম্পানি ভিভো এবং দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন কোম্পানি স্যামসাং আগামী মাসের ৭ নভেম্বর ৫জি এইআই মিডিয়া কনফারেন্স এর আয়োজন করেছে। এই কনফারেন্সে ভিভো তাদের পরবর্তী ৫জি ফোন ভিভো এক্স৩০ ৫জি লঞ্চ করতে পারে। এই ফোনে স্যামসাং এর এক্সিনস ৯৮০ প্রসেসর ও ইন্টিগ্রেটেড ৫জি মডেম ব্যবহার করা হবে। গত কয়েক সপ্তাহ থেকেই ভিভো এক্স৩০ ৫জি ফোনের বিষয়ে শোনা যাচ্ছিলো। অনুমান করা হচ্ছে এবার ফোনটি প্রিমিয়াম রেঞ্জে খুব শীঘ্রই লঞ্চ হবে।
ভিভো এক্স৩০ ৫জি দুই ধরনের- স্ট্যান্ডঅ্যালোন এবং নন- স্ট্যান্ডঅ্যালোন ৫জি ব্যান্ড সাপোর্ট করবে। এই ফোনের সম্ভাব্য ফিচারের কথা বললে এতে ফুল স্ক্রিন ওয়াটারফল ডিসপ্লে দেওয়া হতে পারে। সেলফির জন্য এই ফোনে পপ আপ সেলফি ক্যামেরা থাকতে পারে। এছাড়াও ভিভো এক্স৩০ ৫জি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আসবে। ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ হতে পারে। আপাতত এই ফোন চীন ও দক্ষিণ কোরিয়ায় লঞ্চ করা হবে।
কয়েকদিন আগেই ভিভো তাদের সবচেয়ে কমদামি ৫জি ফোন ভিভো iQoo Neo ৮৫৫ লঞ্চ করেছিল। ভিভো আইকিউওও নিও ৮৫৫ ফোনে ৬.৩৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস + সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এর স্ক্রিন রেজুলেশন ১০৮০ × ২৩৪০ পিক্সেল। এই ফোনে ২.৮৪ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে । এছাড়াও এই ফোনে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩৩ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।
ক্যামেরার কথা বললে এর সামনে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন। আবার পিছনে আছে তিনটি ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা ১২ মেগাপিক্সেল। আবার সেকেন্ডারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং আরেকটি ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। কানেক্টিভিটির জন্য এই ফোনে ৪জি ভোল্ট, ব্লুটুথ, ওয়াই-ফাই পাবেন।